WELCOME to অপরাজেয় |
” বিশ্ব যদি চলিয়া যায় কাঁদিতে কাঁদিতে
তবুও আমরা পড়ে রব কর্তব্য সাধিতে “
দিন আসে দিন যায়, বয়ে যায় সময়। কিন্তু সমাজের হতদরিদ্র মানুষগুলো থেকে যায় অবহেলা,দারিদ্রের অতল গহ্বরেই। মোর পোড়া দেশ যখন আধুনিকতার ছোঁয়ায় উজ্জ্বল, ঐ অসহায় মানুষগুলোর ভাগ্যের শিকে তখনও ছেড়েনি। তারা রয়ে যায় অসহায়তার অন্ধকারেই। এই সমস্ত সমাজের মুলস্রোত থেকে কিছুটা পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কিছু করা, তাদের ঐ শুকনো মুখে একটু হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে 2018 সালের 23 শে ডিসেম্বর থেকে পথ চলা শুরু ‘ অপরাজেয় ‘ এর। নেপথ্যে একদল কলেজ পড়ুয়া, যাদের দুই চোখে শুধু সমাজের উন্নয়নের স্বপ্ন, যাদের দুই হাতে সমাজের জন্য ভালো কিছু করার শক্তি, যাদের মস্তিষ্কে সমাজের সার্বিক উন্নতির ভাবনা,যাদের হৃদয়ে সমাজের প্রতি ভালোবাসা। ফলস্বরূপ বস্ত্রবিতরণ,অন্নদান,বৃক্ষরোপন, বিনামূল্যে দরিদ্র শিশুদের পড়াশুনার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক কাজকর্ম সম্পাদিত হয় অপরাজেয় এর হাত ধরে।
এরপর সময় এগিয়েছে সেইদিনের সেই কলেজে পড়ুয়ারা যে স্বপ্ন নিয়ে কাজে নেমেছিল আজ সেই স্বপ্নের শরীক হয়েছেন শিক্ষক, নার্স, ডাক্তার সহ সমাজের আরো বিভিন্ন শ্রেণীর মানুষজন, যাদের সকলের বয়স হয়তো আলাদা কিন্তু ভাবনা এক, যাদের পেশা হয়তো আলাদা কিন্তু স্বপ্ন এক। আমাদের সকলের একটাই লক্ষ্য, একটাই চিন্তা সকল মানুষকে সমাজের মুলস্রোতে ফিরিয়ে আনা, প্রতিটি অন্নহীনের মুখে অন্ন তুলে দেওয়া, প্রতিটি শিশুশ্রমিককে শিক্ষার আলোয় আলোকিত করা, শিক্ষার আলোকে সমাজের প্রতিটি কোনায় ছড়িয়ে দেওয়া, প্রতিটি বন্য প্রানের জীবন রক্ষা করা, সমাজকে সবুজে ভরিয়ে দেওয়া, অসহায়ের সহায় হওয়া, সমাজের সার্বিক উন্নয়ন করা।
Advertisement
250+
Trees Plated
5+
Blood Donation Camps Hosted
2000 +
Sanitary Pads Distributed